Sentence (বাক্য)
যে শব্দ বা শব্দসমষ্টি কোন বিষয় সম্পর্কে স্পষ্ট ধারনা করে, তাদেরকে Sentence বা বাক্য বলে।
ইংরেজিতে বলা যায়ঃ A word or A group of words which makes a
complete/clear sense is called a Sentence.
যেমনঃ * Hasi goes to school regularly. ( হাসি নিয়মিত স্কুলে যায়)
* I have done the work. (আমি কাজটি করেছি)
* Khushi is a beautiful girl. ( খুশি একটি সুন্দরী বালিকা)
* Sumi is a ugly girl. (সুমি কুৎসিত বালিকা)
* Jamiya eats rice. ( জামিয়া ভাত খায়)
* They have played football. (তারা ফুটবল খেলেছে)
উপরের প্রত্যেকটি বাক্যের দ্বারা পূর্ন অর্থ প্রকাশ পেয়েছে। তাই তারা প্রত্যেকেই এক একটি
sentence. মানুষ কথা বলে বা লিখে মনের ভাব প্রকাশ করে। ভাব প্রকাশের জন্যঅর্থপূর্ন শব্দ বা
শব্দসমষ্টি প্রয়োজন হয়। আবার এই শব্দগুলো এলোমেলো ভাবে সাজালে তার কোনো অর্থ হয় না।
