Short Dialogue
Many happy returns of the day. এই দিন বার বার ফিরে আসুক ।
Many happy returns. অনেক শুভ কামনা তোমার জন্য ।
I am looking forward to seeing you. আমি তোমার পথপানে চেয়ে আছি ।
I’ll make you mine. আমি তোমাকে আমার করে নিবো ।
I’m not gonna leave you. আমি তোমাকে ছেড়ে যাব না।
Why have you left me? আমাকে ছেড়ে গেলে কেন ?
I am not accustomed আমি অভ্যস্থ নই ।
Who else I have? কে আর আমার আছে ?
Please give me a little place আমাকে একটু জায়গা দিন তো ।
Wait a little bit খানিক অপেক্ষা কর ।
I want to establish myself. আমি দাড়াতে চাই ।
I’ll be glad if you come again. আপনি যদি আবার আসেন, খুশি হব ।
The old days are haunting my mind আবার সেই পুরোনোদিনগুলো মনে পড়ছে ।
I feel sorry for you. তোমার জন্য আমার কষ্ট হচ্ছে ।
I guess he was lying আমার মনে হয় সে মিথ্যা বলছিল ।
