Tense (ক্রিয়ার কাল বা সময়)
Tense is the soul of English language. Tense হলো ইংরেজি ভাষার প্রাণ বা আত্না।
তেমার দেহে যদি প্রান বা আত্না না থাকে তাহলে তুমি যেমন মৃত, ঠিক তেমন তুমি যদি
Tense না জান তাহলে তুমি ইংরেজি ভাষার কাছে মৃত। সুতরাং বুঝতে পারছো ইংরেজি
বলতে ও লিখতে চাইলে তোমার Tense শিখা জরুরি
Tense শব্দ টি ল্যাটিন শব্দ Temps (টেমপাস)থেকে এসেছে।Tense শব্দের বাংলা অর্থ
কাল বা সময়। সঠিক ভাবে ইংরেজি লেখার প্রধান শর্ত হলো Tense. তাই Tense কে
ইংরেজি ভাষার প্রাণ বা Soul of English Language বলা হয়।বাক্য গঠন,
পরিবর্তন বা সংযোজন সব হ্মেত্রেই Tense এর প্রয়োজন অনুস্বীকার্য। সুতরাং কোন
ক্রিয়ার (কার্য) কাজ সম্পাদনের সময় বা কাল কে Tense বলে।
ইংরেজিতে বলা যায়: The verb that shows the time present, past or
future is called tense.
